বিশ্ব রজঃস্রাব পরিচ্ছন্নতা দিবস

২৮ মে ওয়ার্ল্ড মেন্সট্রুয়াল হাইজিন ডে স্বীকৃতি পেয়েছে। বাংলায় দাঁড়ায় ‘‌বিশ্ব রজঃস্রাব পরিচ্ছন্নতা দিবস।’‌ এক্ষেত্রে ‘হাইজিন’‌ শব্দটি শুধু বাইরের নয়, মানসিক বিষয়ও। যেকোনও নাক সিঁটকানো ব্যাপার, স্টিগমা বিরোধী দিবস পালনের যথেষ্ট প্রয়োজন আছে এই অন্ধবিশ্বাস পোড়া দুনিয়ায়। Cocoon মুভিটা দেখেছি। বয়ঃসন্ধির মেয়ের সেক্সুয়ালিটি নিয়ে প্লট। গল্প কিছুই নেই প্রায়। তবে পিরিয়ড নিয়ে বার্তা আছে। স্টিগমায় কীভাবে আচ্ছন্ন প্রাচ্য ও পাশ্চাত্য সেটাও আছে।

by সরিতা আহমেদ | 28 May, 2022 | 728 | Tags : world menstruation hygiene day sextuality stigma india feminism mentruation