সোভিয়েত মহিলা : তাঁর দেশের একজন পূর্ণ এবং সমান নাগরিক

সোভিয়েত মহিলাদের ওপর সেই দেশের রাষ্ট্রের ভরসা, বিশ্বাস এবং চিন্তাকে ন্যায়সংগতভাবে মর্যাদা প্রদান করেছেন সেই দেশের মহিলারা। যুদ্ধের আগে শান্তিপূর্ণ সৃজনশীল শ্রমে, নাৎসি হানাদারদের বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধের সময় এবং বর্তমানে নতুন পঞ্চবার্ষিকী পরিকল্পনা মোতাবেক পাহাড়প্রমাণ কাজ সম্পূর্ণ করার প্রচেষ্টায় সোভিয়েত নারীরা উচ্চমাত্রার বীরত্ব প্রদর্শন করেছেন। শিল্পের যে-সব শাখায় নারীশ্রমের প্রাধান্য রয়েছে, সেই শাখাগুলিই পরিকল্পনা রূপায়ণের ক্ষেত্রে প্রথম স্থানে রয়েছে।

by চন্দন আঢ্য | 15 September, 2022 | 294 | Tags : soviet union feminism Kollontai