অনলাইন ক্লাসে যুক্ত হতে না পেরে আত্মহত্যা ছাত্রীর
অনলাইন ক্লাসে যুক্ত হতে না পেরে আত্মহত্যা করল কেরলের দশম শ্রেণির ছাত্রী। লকডাউনের জেরে বাড়ির টিভি ঠিক করা সম্ভব হয়নি। বাবা দিনমজুর। এই সময় কাজ বন্ধ থাকায় পরিবারেও চলছে অর্থনৈতিক চাপ। ফলে ক্লাসে যোগ দেওয়ার কোনো ব্যবস্থা না হওয়ায় মানসিক অবসাদে আত্মহত্যা করল পড়াশোনায় ভাল এই ছাত্রী।
by সিউ প্রতিবেদক | 02 June, 2020 | 1189 | Tags : coronavirus online classes suicide education kerala lockdown