সুলতানার স্বপ্ন

স্বপ্নিল গল্পের প্রতি টানের কারণে কখনোই রোকেয়ার ‘সুলতানার স্বপ্ন’ পড়তে যাবেন না। এই বই পাঠককে মুহুর্মুহু চাবুক মেরে সৎ ও সচেতন রাখার বই। ‘সুলতানার স্বপ্ন’ আমাদেরকে নিয়ে এমন এক রম্যস্থানে দেয় স্বপ্ন-উড়ান— যেখানে না-আছে মহামারি বা মশাবাহিত রোগ, না-আছে অকালমৃত্যু বা দুর্ঘটনার প্রকোপ।

by ‌চন্দন আঢ্য | 23 May, 2020 | 703 | Tags : rokeya sultanar swapna sultsna's dream gender discrimination women's education