আমরা ভালো নেই
বাইরেটা দেখে কারো বোঝার উপায় নেই আমরা ভালো নেই। আমাদের না বলা কষ্টগুলো জ্বালিয়ে পুড়িয়ে ভিতরটা খাঁক করে দেয়। আমাদের হাসির আড়ালে একঝাঁক কষ্টগুলো শেয়ার করার মত খুব বিশ্বস্ত কাউকে পাইনা। কিন্তু আমরা হারতে নারাজ। আমাদের জীবনের সবচেয়ে বড় নায়ক আমরা নিজেরাই। অ্যাসিড আক্রান্ত আমি হাসপাতালে শুয়ে সেদিন ধারণাও করতে পারিনি আসল লড়াইটা কোথায়!
by সুনীতা দত্ত | 05 November, 2020 | 916 | Tags : acid attack survive justice social life women india