প্রসঙ্গ : উনিশশতকের বৈষ্ণবী... (প্রথম পর্ব)
হিন্দুরক্ষণশীল সমাজে বৈষ্ণবীদের একধরনের আর্থ-সামাজিক অবরোধে পড়তে হল । পুরুষ-আধিপত্যের গণ্ডি লঙ্ঘন করে বৈষ্ণবীরা স্ব-উপার্জনক্ষম ও স্বাধীন জীবনাচারণে অভ্যস্ত, এ সত্য স্বীকার করা রক্ষনশীল পুরুষ-সমাজের পক্ষে একদিকে যেমন ছিল অত্যন্ত অস্বস্তিকর, তেমনি বৈষ্ণবীদের স্বনিয়ন্ত্রিত জীবনের স্বাধীন-বার্তা পাছে অন্দরমহলের মেয়েদের প্রভাবিত করে তোলে, এ প্রকার দুশ্চিন্তাও যে ছিল না, তাও নয় !
by সুমিতা মুখোপাধ্যায় | 23 September, 2023 | 320 | Tags : Vaishnav Saint teacher freedom Bengal