সম্প্রদায়ের ব্যক্তিগত সম্পত্তি নয় মেয়েরা

মেয়েরা মৌলবাদীদের ঘুম কেড়েছে। ওদের ছুটিয়ে মারছে। ওদের নিয়ন্ত্রণের দড়ি কেটে বেরিয়ে পড়েছে। মেয়েদের আটকানোর জন্য তৈরি পোক্ত দেওয়ালে ক্রমাগত ঘা দিচ্ছে। ধর্মীয় মৌলবাদ বড় অসহায়। ছেলেদের নিয়ে তাদের ভাবনা নেই। যত সমস্যা মেয়েদের নিয়ে। তাই ঘন ঘন ফতোয়া জারি হচ্ছে। চৌহদ্দি নির্মাণ করো। মেয়েদের আটকাও।

by আফরোজা খাতুন | 03 September, 2021 | 623 | Tags : patriarchy community think women personal property women movement india