মেয়েদের টয়লেট

এখনো লোক্যাল ট্রেনে বাথরুম নেই। সেই ট্রেনগুলো দুই থেকে তিন ঘণ্টার রাস্তা অতিক্রম করে। ওই সময়ের মধ্যে মেয়েদের বাথরুম পেতে পারে না? পুরুষদেরও পেতে পারে, কিন্তু মেয়েদের প্রয়োজন বেশি, তাদের ঋতুস্রাব হয়। আর মেয়েদের দরকার আড়াল। আমার ছাত্রী যারা ভেঙে ভেঙে প্রায় পাঁচ ছয় ঘণ্টা জার্নি করে আসে, তাদের স্টেশনের নোংরা বাথরুমে বারবার যেতে হয়। অনেকেই অসুস্থ হয়ে পড়ে ইউরিন ইনফেকশনে।

by অপর্ণা বন্দ্যোপাধ্যায় | 02 July, 2025 | 680 | Tags : ladies toilet nineteen century school train road