উত্তরাদি স্মরণে
চলে গেলেন ঐতিহাসিক উত্তরা চক্রবর্তী। ২৯শে নভেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি। আমরা গভীর শোকে আচ্ছন্ন হলাম। দেহের নশ্বরতা জীবনের এক অবিসংবাদিত সত্য। একে মেনে নেওয়া ছাড়া উপায় কি? তবে দেহ নিশ্চিহ্ন হয়ে গেলেও মানুষ থেকে যায় কাছের মানুষদের স্মৃতিতে, তাঁর কাজের মধ্যে। যন্ত্রণাকে বুকে চেপে রেখেই ওঁর দেখানো পথে এগিয়ে যেতে হবে আমাদের। পেরোতে হবে আরো অনেক মাইল।
by অপর্ণা বন্দ্যোপাধ্যায় | 21 December, 2020 | 788 | Tags : uttara chakraborty historian feminist