নারীদের শব্দ দিয়ে জব্দ করার রাজনীতি

প্রাচীনকাল থেকে নারীদের প্রতিনিয়ত মুখের ভাষা দিয়ে নিয়ন্ত্রণ প্রক্রিয়া চলে আসছে। কৌশলে পিতৃতান্ত্রিক সমাজ নারীদের মাথায় গেঁথে দিয়েছে— শরীরকে কোনো মূল্যে অপবিত্র করা যাবে না। নারী মাত্র শরীর সর্বস্ব। আর এই ফাঁকে সমাজের ধ্বজাধারী পিতৃতান্ত্রিক পুরুষ এবং তাদের দাসেরা, নারীদের তথাকথিত শারীরিক পবিত্রতাকে হাতিয়ার করে বিশেষ কিছু কিছু শুধু স্ত্রীলিঙ্গবাচক শব্দ প্রচলিত করেছে। এই ভাষার সঙ্গে জুড়ে আছে নারীকে মূল্যায়ন করার সামাজিক দৃষ্টিভঙ্গি।

by তামান্না | 17 March, 2022 | 1192 | Tags : word politics patriarchy language bengali