এদেশের জলজ নারীদের কথা!

জলজ বোধহয় এঁদেরই বলা চলে। সামুদ্রিক তীব্র লবণের ঝাঁজ এঁদের চোখের অশ্রু শুকিয়ে দেয়। এঁদেরকে নিয়ে কোনও রকম রোমান্টিসিজম চলে না। কেবল আমরা যাঁরা লিখি, বা লিখতে চেষ্টা করি, অবাক বিস্ময়ে অনুভব করি, কতটুকুই বা দেখার বিস্তার আমাদের। অর্ধেক আকাশের গল্প দূরে থাকুক, এই পৃথিবীর প্রতিটি পরিসরে মেয়েদের সদর্প উপস্থিতি ছিল, আছে, থাকবে। সমাজ কখনও পিতৃতন্ত্র অথবা মাতৃতন্ত্রের দ্বারা পরিচালিত হয় না। সমাজে কেবল চলে মানবতন্ত্রেরই শাসন, সমস্ত কাল।

by অমর্ত্য বন্দ্যোপাধ্যায় | 14 May, 2023 | 188 | Tags : Seaweed Collector Climate Change Women Empowerment

একইসঙ্গে যাঁরা নারী ও উদ্বাস্তু, তাঁদেরই প্রসঙ্গে দু’কলম

পরিবেশ পরিবর্তনের কারণে ঘটে যাওয়া প্রাকৃতিক বিপর্যয়ের ফলে উদ্বাস্তু হয়ে পড়া মানুষদেরই আজ আমরা ‘আবহাওয়া শরণার্থী’ বলে চিহ্নিত করি। তথ্য আরও বলছে - এই বিপুল সংখ্যক যে উদ্বাস্তু জনতা, তাদেরও মধ্যে ৮০%ই হলো নারী, শিশু অথবা বয়স্ক বা অসুস্থ মানুষ। তাদের উপরেই আজ প্রকৃতির প্রতিশোধ সবচাইতে বেশি করে নেমে আসতে পেরেছে। মেয়েরা বরাবরেরই উচ্ছিষ্টের জাত। কাজেই উদ্বাস্তু হয়ে আসার পর শরণার্থী শিবিরগুলিতে কায়িক পরিশ্রম থেকে শুরু করে সবধরনের শোষণেরই শিকার হতে হয় তাদের।

by অমর্ত্য বন্দ্যোপাধ্যায় | 04 June, 2023 | 416 | Tags : Climate Change  World Environment Day  Climate Refugee Exploitation of Women

আমাজন বাঁচানোর ডাক – সামনের সারিতে নেতৃত্ব দিচ্ছেন জনজাতির মহিলারাই

আরেক সংগঠক তাতিয়ানা এসপিনোজার কথায়, “আমরা যখনই কোনও এলাকায় গাছ কাটতে আসা শ্রমিক অথবা সেই শ্রমিক গোষ্ঠীর নেতৃত্বে থাকা সুপারভাইজরদের সঙ্গে কথা বলতে যাই, মেয়ে হবার কারণে তারা আমাদের রীতিমতো অগ্রাহ্য করে। কথার উত্তর দেওয়া অবধি প্রয়োজন মনে করে না।” তাতিয়ানা তাচ্ছিল্যের হাসি হেসে বলেন, “সেই সময় মনে হয় পাশে একজন পুরুষের সামান্য উপস্থিতিটুকুই আজও কিভাবে একেকটি ঘটনাকে সম্পূর্ণ প্রভাবিত করে চলে, দেখলে অবাক হতে হয়।”

by অমর্ত্য বন্দ্যোপাধ্যায় | 26 March, 2024 | 581 | Tags : Amazon Rainforest  Indigenous People  Feminist Movement  Climate Change