বৈধব্যে বিজয়ী মহারাষ্ট্র

মহারাষ্ট্রের স্থানীয় শাসনস্তরে গৃহীত নতুন আইন বিধবাদের সামাজিক মর্যাদা পুনঃস্থাপনের একটি সক্রিয় উদ্যোগ। শুধুমাত্র পাঁচশো- হাজার টাকা হাতে গুঁজে বিধবাভাতার নামে কেন্দ্র বা রাজ্য সরকারগুলির বিজ্ঞাপনবিলাসী জনকল্যাণ প্রকল্পের সঙ্গে হেরওয়াড পঞ্চায়েতে গৃহীত নীতির মূলগত তফাৎ রয়েছে। এ যেন উপর থেকে ছুঁড়ে দেওয়া দয়ারদান নয়, একেবারে পাশে দাঁড়িয়ে হাতটি ধরে পরিবর্তনের আশ্বাস। আর তাই এটা সমস্ত মহিলা সমাজের কাছে স্বাগত এক উদ্যোগ।

by সর্বাণী গুহ ঘোষাল | 21 June, 2022 | 435 | Tags : maharashtra herwad panchayat widow law

বিধবা মবিনা খাতুন সন্তানসহ শ্বশুরবাড়ি থেকে বিতাড়িত

 এই বছরের ৩০ মে মবিনা খাতুনের (নাম পরিবর্তিত) স্বামী ইরফান ইসলাম মারা যান। মবিনা খাতুনের বিয়ে হয়েছিল মুর্শিদাবাদের প্রত্যন্ত এক গ্রামে। তাঁর পিতৃস্থানও মুর্শিদাবাদেই। শ্বশুর বেঁচে আছেন তাই স্বামীর মৃত্যুর পর শ্বশুরের বসত বাড়ি, কৃষিজমিতে মবিনা আর তাঁর ছেলে কোন হক পেলেন না। মবিনা বললেন, ‘ওরা একমাসও আমাকে বাড়িতে থাকতে দেয়নি। আমাদের ছেলে তো ওই বংশের। তার কথা  ভেবে কত  হাতেপায়ে ধরলাম। তাও শুনলো না। শ্বশুর, দেওর মিলে তাড়িয়ে দিল।'

by আফরোজা খাতুন | 08 July, 2024 | 106 | Tags : Mulim- Widow Inheritance Law Patriarchy