মাহসা আমিনি

এই মূহুর্তে  আপনার সামনে যে মশাটা ভনভন করছে কিংবা ক্ষুদ্র একটি লাল পিপীলিকা  যাতায়াত করছে, তাকে যেমন অবলীলায়, হেলাফেলায় চপেটাঘাতে বিনাশ করা যায়, ঠিক তেমন করেই হিজাবের একাংশ একটু বেঁকে গেলেই, একটা চুল বেরিয়ে থাকলে, কপালের একটা দিক একটু বেশি বেরিয়ে গেলেই, নিমেষেই নারীদের 'ঘ্যাচাং ফু' করে দেওয়া যায়। এই সকলের মূলে কে আছে তা আমাদের অজানা নয়, পর্দা, হিজাব, নেকাব, অশালীনতা, শালীনতা প্রোগ্যামিং করে আমাদের মাথায় ঢুকিয়ে দেওয়া হয়েছে।

by তামান্না | 19 September, 2022 | 904 | Tags : misogyny mahasa amini iran

আন্দোলনের নাম মাহশা আমিনি

যারা পর্দা রক্ষার জন্য হিজাব, বোরখার কথা বলেন, তাদের কাছে প্রশ্ন, যে মহিলাটি অন্যের জমিতে মজুর খেটে, কারখানায় কাজ ক’রে, বা গৃহপরিচারিকার  কাজ ক’রে সংসার প্রতিপালন করেন, তিনি কি ভাবে এই পর্দা রক্ষা করবেন? আমাদের মত গ্রীষ্ম প্রধান,আদ্র আবহাওয়ার দেশে বোরখা পরে বা হিজাব দিয়ে মাথা-মুখ ঢেকে পরিশ্রমসাধ্য কাজ করা কি সম্ভব? আর ওই ফুটপাথবাসিনী মহিলাটি, যার পরনে মোটে বস্ত্রই জোটেনা! তার বেলা? সেখানে কি আলাদা নিয়ম?

by মীরা কাজী | 02 December, 2022 | 242 | Tags : movement hijab mahasha amini iran

ইরানে হিজাব আইনে পরিবর্তনের ইঙ্গিত

দীর্ঘ দু মাসের বেশি আন্দোলনের জেরে ইরানের খামেইনি শাসক হিজাব আইনে সংস্কার আনার ইঙ্গিত দিয়েছে। ইরানের সংগ্রামী নাগরিকদের কুর্নিশ।

by সিউ প্রতিবেদক | 04 December, 2022 | 237 | Tags : iran mahsha amini death protest hijab law reform