বিপর্যয় ও উত্তর ২৪ পরগনার দিনমজুর মেয়ে

দৈনিক রোজগারের তাগিদে বহু মেয়ে পাশের জেলাগুলো থেকে কলকাতায় আসেন। প্রতিদিন যাতায়াত করেন তাঁরা। লকডাউন তাঁদের মুখের খাবার কেড়েছে। এতদিন ঘর আগলে লকডাউন ওঠার অপেক্ষায় ছিলেন। আমফান এসে ঘরটাও শেষ করে দিল। এখন শুধুই হাহাকার।

by তামান্না | 06 June, 2020 | 1023 | Tags : lockdown amphan daily wage labourer women west bengal

আয়লা তাড়াল, করোনা ফেরাল! তারপর?

দুটি ঘটনা সুন্দরবনে জনজীবনের সর্বনাশ করল। ২০ মে আমপান বিস্তীর্ণ অঞ্চলে দাপিয়ে বেড়াল। দু:স্বপ্নের ঘোর কাটতে না কাটতে ভাঙা বাঁধের হাঁটু-কাদায় এসে দাঁড়াল পরিযায়ী শ্রমিকরা। অভিযোগ, স্থানীয় প্রশাসনের উদাসীনতায় এই পরিযায়ীদের সম্পর্কে ভীতির আবহ ক্রমশ ঘনীভূত হচ্ছে। প্রশ্ন উঠছে, করোনা পরীক্ষা কেন অগ্রাধিকার পাবে না? ঢালাও পরীক্ষা না হলে উপসর্গহীন অসুস্থরা অজ্ঞাতে ভাইরাস ছড়াবে। সুন্দরবনে করোনা বল্গাহীন মহামারী হয়ে উঠবে।

by সৌমেন দত্ত | 06 June, 2020 | 1030 | Tags : aila amphan coronavirus sunderban lockdown