জাতীয় কন্যাশিশুদিবস ও কড়ানাড়ার আওয়াজ

জাতিসংঘের জনসংখ্যা তহবিল বা ইউএনএফপিএ - ২০২০ সালের জুন মাসের এক রিপোর্টে জানিয়েছে , গত ৫০ বছরে ভারতে প্রায় ৪ কোটি ৬০ লাখ মেয়ে নিখোঁজ হয়ে গেছে। প্রতি বছর ভারতে  গর্ভপাত ঘটিয়ে ৪৬ লাখ কন্যা ভ্রূণ নষ্ট করে ফেলা হয় এবং জন্মের পর কন্যা শিশুদের ইচ্ছাকৃতভাবে অবহেলা করার কারণে কন্যা শিশুমৃত্যুর হার খুবই বেশি।

by তামান্না | 03 February, 2022 | 494 | Tags : India national girl child day

সংশোধন

ঝিল্লি কোনোক্রমে তার বাঁধভাঙ্গা কান্নাকে সামলে নিয়ে দাঁত দিয়ে শাড়ির আঁচলটাকে কামড়ে ধরে ছুটে ঘরের ভেতর প্রবেশ করে। দিনের বাকি সময়টা জুড়ে ঝিল্লি কিছু না কিছু ভেবেছে। স্কুলে ভর্তি হওয়ার সুফল কুফলের কথা, স্বপ্নপূরণের কথা, স্কুলজীবনের হারিয়ে যাওয়া পুরনো স্মৃতির কথা। অনেক সম্ভাবনা অসম্ভাবনার দোলাচলে কখনও তার মুখ দীপ্ত হয়েছে আবার কখনও হয়েছে ম্লান। ঝিল্লি জানে তার স্বামী এতে মত দেবে না। তবুও ভাবনার তল নেই আর আশারও অন্ত নেই। তাই ঝিল্লি ঠিক করে স্বামীকে কথাটা বলেই দেখবে, কী হয়।

by শতরূপা সিংহ | 24 February, 2022 | 430 | Tags : short story child marriage patriarchy