জয় শ্রীরাম বনাম আল্লাহু আকবর নাকি এ লড়াই অস্তিত্বের?
‘তোমাকে হিজাব পরতেই হবে’ যতটা ধর্মের, ‘হিজাব পরে এলে তোমাকে শিক্ষাঙ্গনে ঢুকতে দেওয়া হবে না’ ততটাই ক্ষমতার। এবার এই ধর্ম বনাম ক্ষমতার লড়াইয়ে আমরা মেয়েরা চিরকালই ভুক্তভোগী। আমার স্ট্যান্ড পয়েন্ট বরাবরই ব্যক্তিস্বাধীনতার পক্ষে, যারা হিজাব খুলে হাওয়ায় উড়িয়ে দিতে চান খোলা চুল, যারা নিজেরা বেছে নিতে চান হিজাব নাকি জিন্স, যারা নিজেদের স্বাচ্ছন্দ্য অনুযায়ী পরতে চান নিজেদের পোশাক। এক্ষেত্রে কোনও রাজনৈতিক দল, কোনও প্রতিষ্ঠান বা কোনও ধর্মীয় মৌলবাদ নির্দেশ বা ফতোয়া দিয়ে ঠিক করে দিতে পারে না কে কী পরবে।
by তানভি সুলতানা | 04 March, 2022 | 780 | Tags : hijab controversy india