মহিলা শ্রমিকদের মৃত্যু কি অনিবার্য ছিল?
লকডাউনে মহিলা পরিযায়ী শ্রমিকদের মৃত্যুর সংখ্যাটা এখনও স্পষ্ট নয়। এই মৃত্যু কিন্তু অনিবার্য ছিল না। কেন্দ্রীয় ও রাজ্য সরকারগুলির নীতিহীনতার পাশাপাশি চাপানউতোরের শিকার ‘ভারত-নির্মাণ’-এর কারিগররা।
by শহীদুল ইসলাম | 10 June, 2020 | 1038 | Tags : female migrant workers india lockdown death