চিঠি

দেবায়নের হাত থেকে খামটা নিয়ে সেটার দিকে অবাক চোখে তাকিয়ে থাকে তৃণা। চিঠি! এখন তো চিঠির পাঠ নেই! যা কিছু সব মোবাইলে। কে লিখেছে? প্রেরকের নামের জায়গাটা ফাঁকা। প্রাপকের জায়গায় তারই নাম লেখা। “তৃণা সেন”। দ্রুত হাতে খামটা ছিঁড়ে ভিতরের কাগজটার ভাঁজ খুলে চিঠির শেষ অংশটিতে চোখ রাখে সে। বিস্ময়ে,বেদনায়একাকার হয়ে যায় তৃণা। চিঠিটা হাতে ধরে কিছুক্ষণ চুপচাপ বসে থাকে।

by মীরা কাজী | 24 December, 2023 | 551 | Tags : short story bengali mira kazi

মৃত্যুর ঘ্রাণ

চারদিক ঘোর অন্ধকার। তার উপর ঝম ঝম বৃষ্টি। মেঘনা ছুটতে থাকে। পায়ে পা জড়িয়ে গিয়ে আছাড় খায়। সামনে একটা ঝুপড়ি দেখে সেখানে ঢুকে ধপ করে বসে পড়ে সে। লঝমিদের শুয়োরের খোঁয়াড়। ধাড়ি শুয়োরটা তাকে দেখে ঘোঁত ঘোঁত করে ওঠে। তার পর কি ভেবে তার নোংরামাখা শরীরটা এলিয়ে দিয়ে ফের ঘুমিয়ে পড়ে। বাচ্চাগুলো ছড়িয়ে ছিটিয়ে ঘুমিয়ে আছে। তাদের পাশে  নিজের অর্ধ-নগ্ন দেহটা গুঁজে দিয়ে হু হু করে কেঁদে ওঠে মেঘনা।                         

by মীরা কাজী | 01 February, 2022 | 468 | Tags : short story bengali mira kazi