নারীবিদ্বেষ ও নতুন বছর

নতুন বছর এসেই গেলো, সকলে হেসে,গেয়ে সাদরে বর্ষবরণ করে নিলো। আশা করি এ বছর আমরা সামাজিক মাধ্যমে আদুরে বিড়াল, দুষ্টু কুকুর, সুন্দরী প্রভাবকদের নানান কর্মযজ্ঞ দেখে দিন পার করে দেবো। মগজকে শীতঘুম পাড়িয়ে সমস্ত দুর্নীতি, বিদ্বেষকে সমর্থন করে, পিতাদের সুরে গান গাইবো! হোয়াটসএপ গ্রুপে, ফেসবুক, ইন্সট্রাগ্রাম, ইউটিউব ভিডিওর মন্তব্য বিভাগ ভরিয়ে তুলবো বিদ্বেষে!  আমরা জানি নারী বিদ্বেষ বা মিসোজিনি কাকে বলে।

by তামান্না | 04 January, 2022 | 553 | Tags : new year social media patriarchy

নতুন বছর উদযাপনে 'বুল্লি বাই'

সমাজকর্মী, সাংবাদিক, বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া, পাইলটের মতো স্বস্থানে প্রতিষ্ঠিত নারী সুল্লি ডিলসের ডিল অব দ্য ডে- তে ডিল হিসাবে নিলামে উঠেছিল। সেইসময় পাইলট হানা মহসিন খান নয়ডায় এফআইআর করেন। হানা ছাড়াও কংগ্রেস সোশ্যাল মিডিয়া দলের আহ্বায়ক হাসিবা আমিন, কবি নাবিয়া খানও দিল্লি পুলিশের কাছে এফআইআর দায়ের করেছেন। প্রসঙ্গত, 'সুল্লি' শব্দটি একটি মানহানিকর হিন্দি স্ল্যাং। ভারতীয় হিন্দু সংগঠনগুলো মুসলিম নারীদের হেয় করার জন্য এই স্ল্যাং ব্যবহার করে। 'বুল্লি' শব্দের  অর্থ নিন্দনীয়।

by তামান্না | 15 January, 2022 | 499 | Tags : new year bulli bai india