আচার এবং কুসংস্কার

‘‌ভয় দেখানো’‌ সংস্কার ও আচারগুলোর বেশিরভাগই মেয়েদের বা মহিলাদের উদ্দেশ্যে বলা হয়ে আসছে। ছেলে সন্তানদেরও এ ধরনের কিছু কথা বলা হয় । তবে সেগুলো ছেলেদের ওপর যত না প্রভাব পড়ে, তার চাইতে অনেক বেশি প্রভাব পড়ে মেয়েদের ক্ষেত্রে।

by রোশন কুমার | 12 August, 2020 | 1045 | Tags : superstition manners women patriarchy

যাপনকথা

বিশ্বাস বড় আজব জিনিস। বিশ্বাস করতে করতে আমরা একটা মতবাদ তৈরি করি, বিশ্বাস করতে করতে সেই জিনিসটাকে সত্য বলে ঘোষণা করে দিই। যেমন এই লোকটি বিশ্বাস করে,গাই গরমের কথাটি সবার সামনে বলতে নেই, নজর লেগে যাবে। তো এই বিশ্বাসটি তার কাছে সত্য। কেউ কখনও কিছু বিশ্বাস করে নিলে সেটাই তখন তার আইডেনটিটি হয়ে দাঁড়িয়ে যায়।

by খালিদা খানুম | 24 February, 2024 | 372 | Tags : veterinary hospital superstition