‘‌তুই কুমার, তোর মা দত্ত কী করে?’‌

পদবি থেকে মানুষের অরিজিনটা জানা যায়, কিন্তু সমস্যা হয় সেখানে— যখন এই পদবি আর তার সঙ্গে জড়িত জাতপাত, ধর্ম, পেশা ইত্যাদি বৈষম্যের বাতাবরণ তৈরি করতে থাকে সমাজে।

by রোশন কুমার | 21 June, 2020 | 1172 | Tags : surname society attitude discrimination women surname patriarchy

মুখার্জীদার বউ

আমার জীবনসঙ্গীর পদবি মুখার্জী। তাই রেজিস্ট্রির শংসাপত্রে আমি অপর্ণা মুখার্জী বন্দ্যোপাধ্যায় হয়ে যাই। কিন্তু আমার শিক্ষা এবং চাকরি সংক্রান্ত সমস্ত নথিতেই আমি বন্দ্যোপাধ্যায় রয়ে গেলাম। কিন্তু এই বন্দ্যোপাধ্যায় পদবিটাও তো আমার জন্মদাতার। যে জন্মদাতা উইল করে আমায় তাঁর সম্পত্তি থেকে বঞ্চিত করেছেন। পিতৃতন্ত্রের এই খাঁচা থেকে মুক্তি নেই কোনও? কাজের জগতে লক্ষটা অপর্ণা, তাই একটা পদবি জুড়ে দিতেই হয়! কিভাবে নিজের পরিচয়ে বাঁচা যায়? নিজেকে আরেকটা নাম দেব? ধরা যাক, অপর্ণা ভূমিসুতা? বা অপর্ণা মেঘনা?

by অপর্ণা বন্দ্যোপাধ্যায় | 08 October, 2022 | 657 | Tags : surname Hindu women patriarchy