- 18 June, 2021
- 0 Comment(s)
- 658 view(s)
- লিখেছেন : সিউ প্রতিবেদক
ছাত্র কর্মী নাতাশা নারওয়াল, দেবাঙ্গনা কলিতা এবং আসিফ ইকবাল তানহা মুক্তি পান তিহার জেল থেকে।
পিঞ্জরাতোড় কর্মী নাতাশা নারওয়াল ও দেবাঙ্গনা কলিতা এবং ছাত্র কর্মী আসিফ ইকবাল তানহা দিল্লির তিহার জেল থেকে মুক্তি পান বৃহস্পতিবার। মঙ্গলবার দিল্লি হাইকোর্টের মাধ্যমে জামিন পান তাঁরা।
২০২০ সালের মে মাসে দিল্লি দাঙ্গার পরে এই তিন কর্মীকে গ্রেপ্তার করা হয়েছিল। তাঁদের বিরুদ্ধে হিংস্রতায় প্ররোচনা এবং আইন শৃঙ্খলা বিঘ্নিত করার অভিযোগ আনা হয়।
নারওয়াল ও কলিতা দিল্লির জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের আর তানহা জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র।
ছবি: সংগৃহীত
0 Comments
Post Comment