নারীর বেদনা

  • 29 September, 2020
  • 0 Comment(s)
  • 623 view(s)
  • লিখেছেন : শ্যামল কুমার মিশ্র
বিদ্যাসাগরের জন্মের দ্বিশতবর্ষে শ্রদ্ধাঞ্জলি কবিতা

ধ্বংসস্তুপের উপর দাঁড়িয়েও তুমি স্বপ্ন দেখেছিলে

স্বপ্ন দেখেছিলে আমাদের মুক্তির

ভাষা দিতে চেয়েছিলে 

বাংলার হাজারো নারীর

তোমার মৃত্যুর শতবর্ষ পরেও তুমি কী ভীষণ উজ্জ্বল!

নারীর যন্ত্রণা তোমার সমস্ত অন্তঃকরণ জুড়ে 

আজ ও তাই চোখ মুদলেই তোমায় দেখি 'ঈশ্বর'।

 

মৈপীঠের মালতী কিংবা বহড়ুর আসমা 

অসাম্য আর হিংসার বিরুদ্ধে গর্জে উঠেছিল

সংঘটিত হিংসার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বলেছিল---

আমরা এক নতুন ভারতবর্ষ চাই

যেখানে হিংসা নেই, নারীর সম্মান ভূলুণ্ঠিত নয়

ধর্মের বিভেদ নয়, ভালোবাসায় মিশে একসাথে বাঁচতে চাই, 

ওদেরও চোখে মুখে দেখেছিলেম তোমায় 'ঈশ্বর'।

 

আজও খবরের কাগজের পাতা জুড়ে দেখি ধর্ষিতার আর্তনাদ

পণের বলি হচ্ছে সীমা, সরমারা 

তোমার মৃত্যুর শতবর্ষ পরেও ছবিটার খুব একটা বদল হয় নি...

 

অবৈজ্ঞানিক চিন্তায় দেশটা ভরে উঠেছে 

গোমূত্র আর পাঁপরে নাকি রোগ নিরাময় 

নারীকে ফেরাতে চায় আবার অন্তঃপুরে

তোমায় আজ তাই বেশি বেশি করে দরকার...

ফুলের এই অজস্র মালা সরিয়ে তুমি আর একবার নেমে এসো 

হে 'ঈশ্বর'!

ছবি সংগৃহীত

লেখক ঃ প্রধান শিক্ষক ও কবি

0 Comments

Post Comment