পিঞ্জরাতোড় কর্মী নাতাশা ও দেবাঙ্গনার জামিন

  • 16 June, 2021
  • 0 Comment(s)
  • 482 view(s)
  • লিখেছেন : সিউ প্রতিবেদক
পিঞ্জরাতোড় কর্মী নাতাশা নারওয়াল ও দেবাঙ্গনা কলিতা মঙ্গলবার দিল্লি হাইকোর্টের মাধ্যমে জামিন পান। তাঁদেরকে দিল্লি পুলিস ২০২০ সালের মে মাসে ইউএপিএ এর আওতায় গ্রেপ্তার করে

পিঞ্জরাতোড় কর্মী নাতাশা নারওয়াল ও দেবাঙ্গনা কলিতা মঙ্গলবার দিল্লি হাইকোর্টের মাধ্যমে জামিন পান। তাঁদেরকে দিল্লি পুলিস ২০২০ সালের মে মাসে ইউএপিএ (অবৈধ কার্যক্রম (প্রতিরোধ আইন) এর আওতায় গ্রেপ্তার করেছিল। একই অভিযোগে গ্রেপ্তার হওয়া আরেক ছাত্র কর্মী আসিফ ইকবাল তানহাকেও জামিন দেওয়া হয়েছে।

জামিনের শর্ত অনুযায়ী দেবাঙ্গনাদের একটি ৫০,০০০ টাকার ব্যক্তিগত বন্ড এবং দুটি ব্যক্তিগত জামিনত পেশ করতে হবে। তাদের পাসপোর্টও সমর্পণ করতে হবে।

২০২০ সালের মে মাসে দিল্লি দাঙ্গার পরে এই তিন কর্মীকে গ্রেপ্তার করা হয়েছিল। তাঁদের বিরুদ্ধে হিংস্রতায় প্ররোচনা এবং আইন শৃঙ্খলা বিঘ্নিত করার অভিযোগ আনা হয়। এই ছাত্রকর্মীরা দিল্লিতে সিএএ (Citizenship Amendment Act) বিরোধী বিক্ষোভের অংশ ছিলেন। ডিসেম্বর ২০১৯-এ ভারত সরকার আইনটি পাস করার পর সারা দেশে বিরোধিতা শুরু হয়।

নাতাশাদের গ্রেপ্তারের পাশাপাশি সিএএ-বিরোধী আরও একাধিক কর্মীদের গ্রেপ্তারকে দেশে মতবিরোধ রোধ করার প্রয়াস হিসাবে দেখা হয়। দিল্লি হাইকোর্ট তার জামিন আদেশে একই বিষয়টি তুলে ধরেছে।

“আমরা বলতে বাধ্য হয়েছি, এটি দেখা যাচ্ছে যে, মতবিরোধকে দমন করার উদ্বেগ এবং পরিস্থিতি হাতছাড়া হয়ে যাওয়ার আশঙ্কায়, সাংবিধানিক 'প্রতিবাদের অধিকার' এবং ‘সন্ত্রাসবাদী কার্যকলাপ’-এর মাঝের লাইনটিকে ঝাপসা করে দিয়েছে। এ ধরনের অস্পষ্টতা গণতন্ত্রের বিপদ ডেকে আনে,” বলেছে দিল্লি আদালত।

নারওয়াল ও কলিতা দিল্লির জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের আর তানহা জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র।

ছবি: সংগৃহীত

0 Comments

Post Comment