- 18 February, 2021
- 0 Comment(s)
- 579 view(s)
- লিখেছেন : সিউ প্রতিবেদক
বুধবার (১৭/০২/২০২১) উত্তর প্রদেশের উন্নাও জেলার আসোহা ব্লকের একটি গ্রামের মাঠে তিন দলিত নাবালিকাদের অজ্ঞান অবস্থায় পাওয়ার পর, দু’জনকে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়েছে বলে ঘোষণা করেছে। আরও একটি মেয়ে আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। তাঁর হাসপাতালে চিকিৎসা হচ্ছে। তাঁকে উন্নাও থেকে কানপুর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
স্থানীয় সূত্রে খবর, তিন বোন গবাদি পশুদের খাবার সংগ্রহের জন্য বাড়ি থেকে বেরিয়ে আর ফেরেননি। গ্রামবাসীরা সন্ধ্যায় তাঁদের অজ্ঞান অবস্থায় পান।
পুলিশ সুপার সুরেশরাও এ. সাংবাদিকদের বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে বিষে আক্রান্ত হয়েছেন। ময়নাতদন্তের রিপোর্ট থেকে মৃত্যুর কারণ পরিষ্কার হবে। ”
উন্নাও জেলা হাসপাতালের চিফ মেডিকেল সুপারিনটেনডেন্ট বাসন্ত ভট্ট সাংবাদিকদের বলেন, “ক্লিনিক্যালি এটি অর্গানো ফসফরাস বিষের মামলার মতো মনে হচ্ছে।”
তবে একাধিক রিপোর্ট অনুযায়ী এই তিন মেয়েকে বাঁধা অবস্থায় পাওয়া গেছিল। ভীম আর্মির চন্দ্রশেখর আজাদ বলেন, মহিলারা এ রাজ্যে (উত্তর প্রদেশ) নিরাপদ নয়। তিনি চিকিৎসারত মেয়েটিকে দিল্লির এইমস-এ পাঠানোর দাবি জানিয়েছেন।
“আমাদের একটি দল ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে এবং আমাকে বলা হয়েছে যে প্রশাসন মৃত ও আহতের পরিবারের উপর চাপ দিচ্ছে। আমি মুখ্যমন্ত্রীকে আবেদন জানাচ্ছি ঘটনাটির দিকে নজর দিতে,” আজাদ বলেন।
নেটিজেনরা বলছেন যে এটি দলিত মহিলাদের প্রতি নৃশংসতা। ইউপি দলিত-বিরোধী অত্যাচারের জন্য পরিচিত। ২০১৭ সালের ধর্ষণ মামলার জন্যও উন্নাও কুখ্যাত। বিজেপি নেতা কুলদীপ সেঙ্গার এবং তার বন্ধুরা একটি দলিত নাবালিকাকে ধর্ষণ করে। পরে যখন মেয়েটি কুলদীপ সেঙ্গারের বিরুদ্ধে মামলা করার চেষ্টা করেছিলেন, তখন সে তার বাবাকে হত্যা করে এবং পরে মেয়েটিকে হত্যার চেষ্টা করে। সেই সময়, বিজেপি নেতারা খোলাখুলি সেঙ্গারকে সমর্থন করেছিল এবং পুলিশ ও প্রশাসনকে ব্যবহার করা হয়েছিল নির্যাতিতার মুখ বন্ধ করানোর জন্য। তবে, ২০১৯ সালে, বহু প্রতিবাদ এবং হস্তক্ষেপের পর, সেঙ্গারকে ধর্ষণের জন্য দোষী সাব্যস্ত করে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় দিল্লি আদালত।
0 Comments
Post Comment