বেশরম আওরত
তওবা তওবা বলতে বলতে বিয়ে বাড়ি থেকে দ্রুত বেরিয়ে যান নিয়াজ মৌলবি। পাশের পাড়ার রিয়াজুলের বৈঠকখানায় গিয়ে হাঁফ ছাড়েন। এতোদিন ধরে বিয়ে পড়াচ্ছেন। এমন অভিজ্ঞতা আগে হয়নি। কলেজ পড়া মেয়েগুলোর ধর্মজ্ঞান নেই। ইজ্জত মানছে না। তওবা, তওবা, বেহায়া মেয়েছেলে। গায়ের রঙের তো ওই বাহার। যদি ফর্সা হতো। ... ইসলাম ধর্মে পণ নেওয়া হারাম হলেও কোথাও তাকে নির্দিষ্ট মান্যতা দিচ্ছে মেয়েদের চেহারা আর গায়ের রঙ বিচার করে। এই গল্পের খায়তুল সেই মানসিকতার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বিরাগভাজন হয়েছে সকলের।
by আফরোজা খাতুন | 05 November, 2021 | 589 | Tags : short story bengali dowry patriarchy protest