সব প্রতিবাদী হাত এক হোক
অ্যাসিড ছোঁড়ার পেছনে কাজ করে এক ধরনের প্রতিশোধস্পৃহা। নারী শরীরের প্রতি অধিকার বোধকে জাগিয়ে তোলার অদম্য বাসনা, অন্য কাউকে ভোগ করতে দেব না— পিতৃতন্ত্রের এই অন্যায় অধিকার বোধ থেকেই একজন পুরুষকে উত্তেজিত, ক্রমে হিংস্র করে তোলে। আর এই হিংসার ফলে নিজের সাথে নিজের, নিজের সাথে সমাজের, কোথাও বা নিজের সাথে রাষ্ট্রের— প্রতিনয়ত লড়াই করতে করতে কখন কোনও এক সময় হারিয়ে যায় ‘অ্যাসিড পোড়া’ মেয়েরা।
by সাইদুর রহমান | 23 April, 2023 | 1034 | Tags : women india acid attack patriarchy