ভালো থাকার ভ‍্যাকসিন

বিয়ের আগের জীবনটা কতই না ভালো ছিল। সম্পূর্ণ স্বাধীন একটা জীবন। কত স্বপ্ন, কত আনন্দ, কত ইচ্ছা! আর এখন প্রজ্ঞা সম্পূর্ণভাবে ফেঁসে গেছে এই সংসারের জালের মধ্যে। এ শুধু প্রজ্ঞার সমস্যা নয়। হলফ করে বলা যায় পৃথিবীর কোনও মেয়েই এই সমস্যা থেকে মুক্ত নয়। এই গল্পে তারই প্রতিচ্ছবি।    

by শতরূপা সিংহ | 28 April, 2021 | 729 | Tags : housewife freedom for women Mother-in-law's authority patriarchy

সাহায্য 

গৃহবধূ মানে সংসারের সব কাজ তাকে করতে হবে। শাশুড়ির কথামত ওঠবস করতে হবে। মানাতে না পারলে চলে যাও বাপের বাড়ি। আর সেখানে গিয়ে পরজীবী হয়ে বেঁচে থাকা। পরতে পরতে টের পায় বাপের বাড়ি তার বাড়ি নয়। এই বৃত্তের বাইরে বেরিয়ে আসা যে কী কঠিন ফুটে উঠেছে এই গল্পে।

by শতরূপা সিংহ | 01 July, 2021 | 620 | Tags : housewife Father-in-law's house Father's house Home for girls Bride torture

পিকচার আভি বাকি হ্যায় …

এখনকার টিভি সিরিয়ালগুলোতে খুব সূক্ষ্মভাবেই পুরুষদের আড়াল করা হয়। দেখানো হয় বাড়ির কর্তারা সব সাধুপুরুষ, ভাজা মাছটিও উলটে খেতে জানেন না। মহিলা মহলের ছিপে গাঁথা কাতলা মাছটি যেন! বিশ্বব্যাপী ছড়ানো পিতৃতান্ত্রিকতার দালালরা সচেতন সমাজে ছড়ানো মানবাধিকার আন্দোলনগুলোর কণ্ঠরোধ এভাবেই হয়ত আমাদের ঘরের মেয়ে দিয়েই করাচ্ছে।

by ​​​​​​​সরিতা আহমেদ | 03 May, 2024 | 853 | Tags : TV serial mother in law housewife patriarchy