মা (সপ্তম কিস্তি)
‘জন্মনিয়ন্ত্রণ’ এবং আইনত গর্ভপাত নারীদের সুযোগ দেয় স্বাধীনভাবে মাতৃত্ব গ্রহণে। প্রকৃতপক্ষে, অংশত এটি একটি স্বেচ্ছাপ্রণোদিত ইচ্ছা এবং অংশত একটি সুযোগ -- যা নির্ধারণ করে দেয় মহিলাদের উর্বরতা। যতদিন পর্যন্ত কৃত্রিমভাবে গর্ভধারণের ব্যাপক প্রচলন না-হয়, ততদিন পর্যন্ত মাতৃত্বের ইচ্ছা থাকা সত্ত্বেও একজন নারী তা নাও পেতে পারেন।
by চন্দন আঢ্য | 28 June, 2023 | 189 | Tags : Simone de Beauvoir Feminism The Mother series seven