কবি শঙ্খ ঘোষ

  • 22 April, 2021
  • 0 Comment(s)
  • 533 view(s)
  • লিখেছেন : সিউ প্রতিবেদন
সাউথ কলকাতা সোসাইটি ফর এমপাওয়ারমেন্ট অফ উইমেন (পূর্বতন নাম ‘বেঙ্গল ফোরাম ফর মুসলিম উইমেন’স রাইট অ্যান্ড এমপাওয়ারমেন্ট’) সংগঠনের যাত্রা শুরুর আনুষ্ঠানিক দিনটিতে (৯ ডিসেম্বর ২০১০) কলেজ স্কোয়ারের সমাবেশে কবি শঙ্খ ঘোষের উপস্থিতি ও পরামর্শ আমাদের পথ চলার মনোবল বাড়িয়েছে। কবিকে হারিয়ে এই সংগঠনের কর্মীরা শোকস্তব্ধ।

চির নিদ্রায় শায়িত  কবি শঙ্খ ঘোষ (৫ ফেব্রুয়ারি ১৯৩২ -- ২১ এপ্রিল ২০২১)। সাউথ কলকাতা সোসাইটি ফর এমপাওয়ারমেন্ট অফ উইমেন (পূর্বতন নাম ‘বেঙ্গল ফোরাম ফর মুসলিম উইমেন’স রাইট অ্যান্ড এমপাওয়ারমেন্ট’) সংগঠনের যাত্রা শুরুর আনুষ্ঠানিক দিনটিতে (৯ ডিসেম্বর ২০১০) কলেজ স্কোয়ারের সমাবেশে কবি শঙ্খ ঘোষের উপস্থিতি ও পরামর্শ আমাদের পথ চলার মনোবল বাড়িয়েছে। ভারতে মুসলিম পারিবারিক আইন সংস্কারের সামাজিক আন্দোলনের জন্য প্রতিষ্ঠিত এই  সংগঠনের কর্মীরা সেই সূচনা লগ্নেই অভিভাবকসম কবি শঙ্খ ঘোষের সান্নিধ্যে গুরু দায়িত্ব পালনের অঙ্গীকার নিয়ে এক দশক পার করল। এই সংগঠনের কর্মীরা আজ মর্মাহত, শোকস্তব্ধ। সাউথ কলকাতা সোসাইটি ফর এমপাওয়ারমেন্ট অফ উইমেন-এর পক্ষ থেকে আপসহীন সংগ্রামী কবি শঙ্খ ঘোষের প্রতি অশেষ শ্রদ্ধাঞ্জলি- 

*শঙ্খ ঘোষ*

সবকিছু স্তব্ধ হয়ে গেছে, সবকিছুই,

মূহ্যমান বসে থাকি শ্মশান প্রান্তরে,

 

যেখানে শোক নেই,

যেখানে স্বস্তি আছে,

যেখানে নির্বাক সময় . .

 

যেখানে প্রতিরাতে,

দাহকে অনুভব করি,

সে দাহ তীব্রতর হয়,

ছাইচাপা আগুনকে ভাসিয়েছি,

উড়ন্ত খইয়ের মতো,

ভেসে গেছে চিতাকাঠ,

একমুঠো জল পড়ে আছে . .

 

আয়ু দিও কবি,

জল দিও,

শব্দকে ছুঁয়ে দিও,

অবাক দক্ষতায়,

ফিরে এসো - পাখি হয়ে ফিরে এসো,

অনন্ত অপেক্ষা ভরে,

পথ চেয়ে জেগে আছি,

 

আজও কলকাতা,

তোমারই সংস্কৃতিতে,

ঈশ্বরের প্রতীক্ষা করে,

দিনকাল একাকার হয়ে মিশে গেছে,

কবিতার জন্ম দেখেছি তোমাতে,

মৃত্যুও দেখেছি তার,

এ শোক তীব্রতর, এ শোক যন্ত্রণাবহ,

 

আমি নিশ্চুপে দাঁড়িয়েছি,

এবারে ঘুম,

স্তব্ধতায় মিশেছে পৃথিবী,

 

দীর্ঘের চেয়েও দীর্ঘতর এ রাত,

দীর্ঘতম নিবিড় অন্ধকার!

~ *অমর্ত্য*/ ২১-০৪-২১

 

ছবি : ৯ ডিসেম্বর ২০১০ সালে কলেজ স্কোয়ারের সমাবেশে।

 

 

0 Comments

Post Comment