মা (ষষ্ঠ কিস্তি)

  • 08 June, 2023
  • 0 Comment(s)
  • 201 view(s)
  • লিখেছেন : চন্দন আঢ্য
আমরা দেখেছি, শৈশব ও কৈশোরেই, একজন নারী মাতৃত্ব সম্বন্ধীয় বিভিন্ন পর্যায় অতিক্রম করেন। যখন তিনি এক্কেবারে ছোট্ট একটি শিশু, তখন মাতৃত্ব একটি অলৌকিক ঘটনা এবং একটি খেলা : পুতুলের মধ্যে তিনি দেখেন এবং ভবিষ্যতের সন্তানের মধ্যে তিনি অনুভব করেন অধিকার এবং আধিপত্যের একটি বস্তু। বিপরীতে, কিশোরী হিসাবে সেই মহিলাই আবার সেখানে দেখতে পাবেন তাঁর মূল্যবান ব্যক্তিত্বের বিশুদ্ধতার বিরুদ্ধে হুমকি। 
নিয়ন্ত্রণ এবং আইনগত গর্ভপাতই নারীদের অনুমতি দেবে তাঁদের মাতৃত্বকে স্বাধীনভাবে গ্রহণ বা নিয়ন্ত্রণ করতে। প্রকৃতপক্ষে, নারীদের উর্বরতাকে যা নির্ধারণ করে -- আংশিকভাবে তা হল একটি সুচিন্তিত অভিলাষ, আর আংশিকভাবে তা একটি সুযোগ। যতদিন-না-পর্যন্ত কৃত্রিম গর্ভধারণ একটি সাধারণ অভ্যেস হয়ে উঠছে, ততদিন পর্যন্ত এমনও হবে যে গর্ভধারণে অক্ষম হয়েও মহিলারা মাতৃত্বকে কামনা করে বসবেন। এর কারণ, হয় পুরুষদের সঙ্গে তাঁর যোগাযোগ বা সম্পর্ক নেই, অথবা তাঁর স্বামী বন্ধ্যা, নয়তো সেই মহিলারই অঙ্গবিকৃতি রয়েছে। অন্যদিকে আবার, সেই মহিলাকে প্রায়শই তাঁর নিজের ইচ্ছার বিরুদ্ধে সন্তানের জন্ম দিতে বাধ্য করা হয়। গর্ভাবস্থা এবং মাতৃত্ব ভীষণ ভিন্নভাবে অনুভূত হয় তা বিদ্রোহ, না কি সমর্পণ, না কি সন্তুষ্টি, না কি উদ্যমের মধ্যে সংঘটিত হয়েছে এর ওপর নির্ভর করে। এই বিষয়েও আমাদের সতর্কতা বাঞ্ছনীয় যে, একজন তরুণী মা যে সিদ্ধান্ত এবং অনুভূতিগুলি প্রকাশ করেন, তা সবসময়ই যে তাঁর গভীর ইচ্ছা বা আকাঙ্ক্ষার সঙ্গে সংগতিপূর্ণ -- তেমনটা নয়। একজন কুমারী-মা হয়তো-বা তাঁর ওপর হঠাৎ করে চেপে-বসা বোঝার ফলে পার্থিব দিক থেকে ভয়াভিভূত হতে পারেন। প্রকাশ্যেই এর জন্য তিনি দুঃখিত বা হতাশ হতে পারেন। যদিও সন্তানের মধ্যেই তিনি গোপনে-লালিত স্বপ্নের তৃপ্তিও খুঁজে পেতে পারেন। নিজেই অস্বীকার করতে চাওয়া নিজেরই শৈশব-স্মৃতি, কল্পনা এবং আবেশের ফলে, উলটোদিকে, গর্ভাবস্থাকে আনন্দ এবং গর্বের সঙ্গে স্বাগত জানানো একজন অল্পবয়সি বধূ আবার সেই গর্ভাবস্থাকে নীরবে ভয় পেতে পারেন, ঘৃণা করতে পারেন। এই বিষয়ে মহিলাদের এত গোপনীয়তার অন্যতম কারণ হল এটি। তাঁদের এই নীরবতার আংশিক কারণ হল তাঁরা রহস্যের আবরণে আনন্দ পান এমন একটি অভিজ্ঞতা যা একচেটিয়াভাবে তাঁদের বিশেষাধিকার। যদিও, এই নিয়েও তাঁরা হতাশ হন যে দ্বন্দ্ব এবং দ্বন্দ্বের কেন্দ্রবিন্দুতে তাঁরা আসীন। একজন মহিলা বলেছিলেন, “গর্ভাবস্থার উদ্‌বেগগুলি এমন একটি স্বপ্ন যা সম্পূর্ণরূপে ভুলে যাওয়া হয় প্রসব বেদনার স্বপ্নের মতো”। এইগুলি হল সেই জটিল সত্য যা মহিলাদের সামনে আসে এবং তাঁরা তা বিস্মৃতির মধ্যে সমাহিত করার চেষ্টা করেন।
 

 

আমরা দেখেছি, শৈশব ও কৈশোরেই, একজন নারী মাতৃত্ব সম্বন্ধীয় বিভিন্ন পর্যায় অতিক্রম করেন। যখন তিনি এক্কেবারে ছোট্ট একটি শিশু, তখন মাতৃত্ব একটি অলৌকিক ঘটনা এবং একটি খেলা : পুতুলের মধ্যে তিনি দেখেন এবং ভবিষ্যতের সন্তানের মধ্যে তিনি অনুভব করেন অধিকার এবং আধিপত্যের একটি বস্তু। বিপরীতে, কিশোরী হিসাবে সেই মহিলাই আবার সেখানে দেখতে পাবেন তাঁর মূল্যবান ব্যক্তিত্বের বিশুদ্ধতার বিরুদ্ধে হুমকি। হয়, কোলেট অড্রি-র নায়িকার মতো এটিকে তিনি সহিংসভাবে প্রত্যাখ্যান করে সেই নায়িকার মতোই আমাদের বলবেন :

বালির ওপর খেলে বেড়ানো প্রত্যেকটি ছোটো শিশুকে আমি ঘৃণা করতাম একজন মহিলার থেকে জন্ম নেওয়ার জন্য ... বড়োদেরও আমি ঘৃণা করতাম বাচ্চাদের ওপর কর্তৃত্ব করার জন্য, বাচ্চাদের পরিষ্কার করিয়ে দেওয়ার জন্য, পাছায় চড় মারার জন্য, তাদের পোশাক পরিয়ে দেওয়ার জন্য, সমস্ত উপায়ে তাদের তুচ্ছ এবং লজ্জিত করানোর জন্য। নিজেদের নরম শরীর নিয়ে মহিলারা সবসময়ই প্রস্তুত নতুন সন্তানের জন্ম দেওয়ার জন্য, পুরুষেরা যাঁরা লক্ষ করতেন তাঁদের অধিকারগত এইসব মহিলা আর সন্তানের সাজসজ্জা। এইসব পুরুষদের দেখলে মনে হত তাঁরা সন্তুষত, পরিতৃপ্ত এবং স্বাধীন। আমার শরীরটাই কেবল ছিল আমার। এই বাদামী, সমুদ্র-লবণ দ্বারা আবৃত, কাঁটা-গুল্মের আঁচড়-কাঁটা এই শরীরকেই আমি কেবল ভালোবাসতাম। আমার শরীরকে কঠিন করে নিয়েছিলাম, আর শরীরের দরজা থাকতো বন্ধ।  

অন্যথায় মাতৃত্বকে ভয় পেলেও একইসঙ্গে তিনি এই মাতৃত্বকে কামনাও করেন – যা গর্ভাবস্থার কল্পনা এবং সব ধরনের উদ্‌বেগের দিকে পরিচালিত করে। অল্পবয়সি কিছু মেয়ে জননীসুলভ কর্তৃত্ব উপভোগ করেন, যদিও সম্পূর্ণরূপে দায়িত্ব গ্রহণ করার জন্য মোটেও প্রস্তুত নন। 

লেখক : প্রাবন্ধিক, অনুবাদক

ছবি : সংগৃহীত 

 
 
 
 
 
 
 
 
0 Comments

Post Comment