- 27 September, 2021
- 0 Comment(s)
- 441 view(s)
- লিখেছেন : সিউ প্রতিবেদক
২৭ সেপ্টেম্বর ১৯৬০, সমাজতান্ত্রিক নারীবাদী সিলভিয়া পানখারস্ট প্রয়াত হন। ১৮৮২ সালের ৫ মে ইংল্যান্ডের ম্যানচেস্টারে তাঁর জন্ম। লেখক, শিল্পী ও সামাজিক কর্মী সিলভিয়া ভোটাধিকার আন্দোলনের একজন অন্যতম অগ্রণী মুখ। বিংশ শতকের একজন বলিষ্ঠ নারীবাদী রাজনৈতিক কর্মী। তিনি ছিলেন লেবার পার্টির প্রতিষ্ঠাতা সদস্য। স্কুলে পড়ার সময় থেকেই লিঙ্গ বৈষম্যের বিরুদ্ধে তাঁর মন প্রতিবাদী হয়ে ওঠে। Women's Social and Political Movement (WSPU)— এই সংগঠনের সঙ্গে তিনি পুরোপুরি যুক্ত ছিলেন।সিলভিয়ার শিল্প ছিল আন্দোলনের একটা প্রধান মাধ্যম। শ্রমজীবী মানুষদের সামাজিক অবস্থানকে চিত্র দিয়ে বাস্তবায়িত করেছেন। নারীর অধিকার নিয়ে আন্দোলন করার জন্য তাঁকে বহুবার কারাগারে যেতে হয়েছে। একসময় WSPU-এর সঙ্গে মতান্তর ঘটায় তাঁকে এই সংগঠন থেকে বেরিয়ে যেতে হয়। প্রতিষ্ঠা করেন East London Fedaration of Suffragettes। প্রথম বিশ্বযুদ্ধের সময় বিপদগ্রস্ত, কর্মচ্যুত মহিলাদের নিরাপত্তার কাজে তিনি প্রত্যক্ষ অংশগ্রহণ করেন। ইতালির ইথিওপিয়ার উপর আক্রণের ঘোর বিরোধী সিলভিয়া ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে জড়িত হন। তাঁদের সহযোগিতার জন্য অর্থ সংগ্রহ করেন। এবং ইথিওপিয়ার শিল্প, সংস্কৃতি নিয়ে লেখেন গবেষণামূলক 'Ethiopia : A Cultural History' বইটি। তাঁর সংগ্রামী জীবন ছিল আমৃত্য।
0 Comments
Post Comment