ভার্জিনিয়া উলফ

  • 28 March, 2023
  • 0 Comment(s)
  • 217 view(s)
  • লিখেছেন : শাম্মা বিশ্বাস
অ্যাডেলাইন ভার্জিনিয়া উলফ-এর মৃত্যু - ২৮ মার্চ ১৯৪১ সালে। ইংরেজি ভাষায় বিংশ শতাব্দীর আধুনিকতাবাদী সাহিত্যিকদের মধ্যে তিনি অন্যতম। পেশা হিসেবে ভার্জিনিয়া লেখালেখি শুরু করেন ১৯০০ সালে। ভার্জিনিয়ার বিখ্যাত লেখনী হল 'এ রুম ওয়ান'স ওন'। এখানেই তাঁর বিখ্যাত উক্তি,"নারী যখন ফিকশন লেখে তখন তার একটি কক্ষ আর কিছু অর্থ খুব প্রয়োজন।”

জন্ম - ২৫ শে জানুয়ারি,১৮৮২
মৃত্যু - ২৮ শে মার্চ,১৯৪১

অ্যাডেলাইন ভার্জিনিয়া উলফ ছিলেন ইংরেজি ভাষার একজন সাহিত্যিক। বিংশ শতাব্দীর আধুনিকতাবাদী সাহিত্যিকদের মধ্যে তিনি ছিলেন অন্যতম। ১৮৮২ সালের ২৫ জানুয়ারি ইংল্যান্ডের কিংসটনে জন্মগ্রহণ করেন। তাঁর বাবা লেসলি স্টিফেন ছিলেন একজন ইতিহাসবিদ,লেখক, সমালোচক এবং পর্বত-আরোহী। বাবার সাহিত্যের প্রতি ভালোবাসা ও লেখালেখি ভার্জিনিয়াকে একজন সাহিত্যিক হতে উৎসাহিত করেছিল।

উনবিংশ শতাব্দীর শেষের দিকে লন্ডনের শিক্ষাব্যবস্থা ভিন্ন ছিল। ছেলেরা স্কুল কলেজে যেতে পারলেও মেয়েদের সেই ব্যবস্থা ছিল না। তাই তাদের শিক্ষা বাড়িতেই হত। ভার্জিনিয়াও বাড়িতে শিক্ষাগ্রহণ শুরু করেন তাঁর বোনের সঙ্গে। তাঁর মা জুলিয়া তাদের ইতিহাস,ফ্রেঞ্চ ও ল্যাটিন পড়াতেন। আর বাবা শেখাতেন গণিত। স্কুলে গিয়ে পড়তে না পারলেও লেখালেখির ব্যাপারে বাড়ি থেকেই উৎসাহ দেওয়া হত তাঁকে। ১৫ থেকে ১৯ বছর বয়স পর্যন্ত স্কুলে গিয়ে পড়াশোনার সুযোগ পান ভার্জিনিয়া। ১৮৯৯ থেকে ১৯০১ সাল পর্যন্ত তিনি লন্ডনের কিং কলেজের নারী বিভাগে গ্রীক,ল্যাটিন,জার্মান ও ইংরেজি বিষয়ে উচ্চশিক্ষা গ্রহণ করেন। ১৯০৪ সালে ভার্জিনিয়ার বাবার মৃত্যু হলে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। 

১৯১২ সালের ১০ আগস্ট ভার্জিনিয়ার বিয়ে হয় লিওনার্ড উলফ এর সঙ্গে। এই লিওনার্ড ছিলেন ভার্জিনিয়ার ভাই থোবির বন্ধু। তিনিও সাহিত্য অনুরাগী ছিলেন। 

পেশা হিসেবে ভার্জিনিয়া লেখালেখি শুরু করেন ১৯০০ সালে। 'টাইমস লিটারারি সাপ্লিমেন্ট' এ তার প্রথম লেখা প্রকাশিত হয়। তাঁর প্রথম উপন্যাস 'দ্য ভয়েস আউট' প্রকাশিত হয় ১৯১৫ সালে। আমাদের ভাবনার জগত ও কাজের মধ্যে যে পার্থক্য আছে, তা তুলে ধরা হয়েছে এই বইটিতে। এই বইটি প্রকাশের পরই তিনি আত্মহত্যার চেষ্টা করেন। এরপর তিনি অনেক বই লেখেন। যেমন - 'মিসেস ডালওয়ে'। এটি যুদ্ধ এবং তার ফলাফল নিয়ে বিশ্লেষণধর্মী রচনা। এছাড়া 'হাইড পার্ক গেট', 'এম আই এ স্নব', 'ফ্লাস' ইত্যাদি। ভার্জিনিয়া তাঁর আন্টি ফটোগ্রাফার জুলিয়া মার্গারেট ক্যামেরুনের জীবনের নানা দিক নিয়ে একটিমাত্র নাটক রচনা করেছিলেন। সেটা হল 'ফ্রেশওয়াটার' । তাঁর শেষ উপন্যাস হল 'বিটউইন দ্যা অ্যাক্টস'। এই বইয়ে জীবনের নানা স্তরের উত্থান পতনের বর্ণনা করেছেন তিনি। ভার্জিনিয়ার বিখ্যাত লেখনী হল 'এ রুম ওয়ান'স ওন'। এটি মূলত ১৯২৮ সালে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে দেওয়া দুটি লেকচারের সংকলন। এটি ১৯২৯ সালে প্রকাশিত হয়। এখানেই তিনি তাঁর বিখ্যাত উক্তিটি করেন,"নারী যখন ফিকশন লেখে তখন তার একটি কক্ষ আর কিছু অর্থ খুব প্রয়োজন।” শিল্পে সাহিত্যে উপন্যাসে কেন নারীরা পুরুষের থেকে পিছিয়ে সেই উত্তর খুঁজতে গিয়ে এই কথা বলেন।

অনেক কম বয়স থেকেই তিনি মানসিকভাবে অসুস্থ ছিলেন। তাঁর বহু লেখাতে সে কথা প্রকাশও পেয়েছে। বহুবার তিনি আত্মহত্যা করার চেষ্টা করেছেন। বাবার মৃত্যুর পর তিনি মানসিকভাবে আরো ভেঙে পড়েন। তিনি বাইপোলার ডিসঅর্ডারে ভুগছিলেন। দীর্ঘদিন বিষণ্ণতায় ভোগার ফলে তাঁর বেঁচে থাকার ইচ্ছা চলে যায়। নিজের ওভারকোটের পকেটে ভারি নুড়ি পাথর ভরে ১৯৪১ সালের ২৮ মার্চ ৫৯ বছর বয়সে বাড়ির পাশে লন্ডনের ওউজ নদীতে ডুবে আত্মহত্যা করেন। ১৮ এপ্রিল তাঁর দেহের কিছু অংশ পাওয়া যায়। সেইগুলো সাসসেক্স এর মংক হাউসে একটি এলম গাছের নীচে সমাধিস্থ করা হয়।

মানসিক অবসাদের জন্য তাঁর সামাজিক জীবন বিপর্যস্ত হলেও তাঁর লেখালেখি বন্ধ হয়নি। ব্রিটিশ কথাসাহিত্যিক ভার্জিনিয়া ছিলেন নারী মুক্তিতে অবিচল একজন সমাজ বিশ্লেষক।
 

লেখক : বাচিক শিল্পী 

ছবি : সংগৃহীত 

0 Comments

Post Comment