স্বামীকে কাঁধে চাপিয়ে বধূকে গ্রাম ঘোরালো পঞ্চায়েত

  • 22 June, 2020
  • 0 Comment(s)
  • 803 view(s)
  • লিখেছেন : সিউ প্রতিবেদক
গ্রাম পঞ্চায়েতের শাস্তির নিদান কোনও কোনও সময় এতটাই অমানবিক এবং নিষ্ঠুর হয়, বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে, যা আমাদের একুশ শতকের সভ্যতার লজ্জা। সম্প্রতি এক ‘‌অভিযুক্ত’‌ মহিলার কাঁধে তাঁর স্বামীকে চাপিয়ে গোটা গ্রাম ঘোরানো হল।

অভিযুক্তকে ‘‌শাস্তি’‌ দেওয়ার সরকারি আইনের পাশাপাশি ভারতের আনাচেকানাচে মোড়ল-‌মাতব্বরদের মনগড়া শাস্তির নিদানেরও কোনও খামতি নেই। সেটা কোনও কোনও সময় এতটাই অমানবিক এবং নিষ্ঠুর হয়, বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে, যা আমাদের একুশ শতকের সভ্যতার লজ্জা। কিছুদিন আগে শাস্তির নামে ‘‌অভিযুক্ত’‌ মহিলার কাঁধে তাঁর স্বামীকে চাপিয়ে গোটা গ্রাম ঘোরানোর মত অমানবিক ঘটনা চাক্ষুষ করল এই সভ্যতা।

মধ্যপ্রদেশের ঝাবুয়া জেলার খেদা গ্রামের ২১ বছরের আদিবাসী এক গৃহবধুকে হঠাৎ খুঁজে পাওয়া যাচ্ছিল না গত ১৩ জুন থেকে। কানাকানি থেকে চাউর হয়ে যায় ওই মহিলা নাকি অন্য এক পুরুষকে ভালবাসেন এবং তাঁর সঙ্গে পালিয়ে যান। মহিলার শ্বশুরবাড়ির লোকজনেরও একই অভিযোগ। কল্যাণপুরা থানার অন্তর্গত ওই প্রেমিকের পরিবারও জানতে পারেন ঘটনাটা। তাঁরাই মহিলাকে ফিরিয়ে আনেন এবং কল্যাণপুরা থানার পুলিসের হাতে তুলে দেন। খেদা গ্রামের লোকজন জানতে পেরে থানা থেকে মহিলাকে গ্রামে ফিরিয়ে নিয়ে যান।

শুরু হয় ‘‌সামাজিক অনুশাসনের’‌ বিচার। পঞ্চায়েতের মোড়ল-‌মাতব্বরদের মতে ওই বধূ ‘‌পাপ’‌ করছেন। পাপমুক্তির জন্য তাঁকে শাস্তি ভোগ করতে হবে, তারপর তিনি স্বামীর বাড়িতে ফিরে যেতে পারবেন। তাঁরা নিদান দিলেন মহিলার কাঁধে চাপিয়ে দেওয়া হোক তাঁর স্বামীকে এবং ঘোরানো হোক গোটা গ্রাম। উৎসুকরা সেইমত স্বামী-‌কাঁধে মহিলাকে গ্রাম ঘোরাতে থাকল। এই ‘‌তামাশা’‌ চলে এক ঘন্টারও বেশি। ছবি, ভিডিও তোলা হয়। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরালও হয়। ভালবাসে বলে এত অপমান।‌ 

এই অমানবিক এবং নিষ্ঠুর শাস্তির কথা জানতে পেরে পুলিস গ্রামে যায়। মহিলাকে পাশবিক অত্যাচার থেকে মুক্ত করে। পুলিস ১২ জন অভিযুক্তর বিরুদ্ধে মামলা করেছে। মহিলার স্বামীসহ ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং ৫ জনের সন্ধান চলছে। এ খবর জানান ঝাবুয়া জেলার অতিরিক্ত পুলিশ সুপার বিজয় দাওয়ার। 

এই রকমই অমানবিক শাস্তির ঘটনা ঘটেছিল ২০১৯-‌এর এপ্রিল মাসে। মধ্য প্রদেশের ঝাবুয়া জেলারই একটি উপজাতীয় অধ্যুষিত গ্রাম দেবিগড়ের ২৭ বছরের এক বিবাহিত মহিলা আলাদা জাতি-‌গোত্রের এক পুরুষের প্রেমে পড়েন। তাঁর সঙ্গে পালিয়ে যান। তাঁর খোঁজ পাওয়া যায় গুজরাটে। শ্বশুরবাড়ির লোকেরা তাঁকে সেখান থেকে ফিরিয়ে আনেন এবং বিচারের জন্য পঞ্চায়েতে হাজির করেন। পঞ্চায়েতের নিদান অনুযায়ী ওই মহিলাও তাঁর স্বামীকে কাঁধে চাপিয়ে গোটা গ্রাম ঘুরতে বাধ্য হয়েছিলেন। বেশি ওজনের স্বামীকে কাঁধে নিয়ে হাঁটতে তাঁর খুবই কষ্ট হচ্ছিল। ওইসময় কিছু মানু্ষ তাঁর সামনে কুৎসিত অঙ্গভঙ্গিও করে। এই ভিডিওটিও সেসময় ভাইরালও হয়। পুলিস দু জনকে গ্রেপ্তার করে। ‌

সংগৃহীত মূল ছবিটি মধ্যপ্রদেশের কল্যাণপুরা গ্রামের, যেখানে স্বামীকে কাঁধে (‌লাল বর্ডারের মধ্যে)‌ নিয়ে গ্রাম ঘুরছেন বধূ।

0 Comments

Post Comment