মা (তৃতীয় কিস্তি)

  • 27 February, 2023
  • 0 Comment(s)
  • 338 view(s)
  • লিখেছেন : চন্দন আঢ্য
প্রায়শই দেখা যায় যে, একজন প্রলুব্ধকারী পুরুষ নিজেই মহিলাকে রাজি করান সন্তান থেকে পরিত্রাণ পাওয়ার জন্য। অথবা, সেই মহিলাকে গর্ভবতী দেখেই প্রলুব্ধকারী পুরুষ ইতিমধ্যেই তাঁকে পরিত্যাগ করেন, অথবা সেই মহিলা আভিজাত্যের সঙ্গে চান প্রলুব্ধকারী পুরুষের কাছ থেকে নিজের অসম্মান লুকিয়ে রাখতে, অথবা সেই প্রলুব্ধকারী পুরুষের কাছ থেকে তিনি কোনো সাহায্যই পান না।

এই অগ্নিপরীক্ষার গুরুত্ব পরিস্থিতির ওপর নির্ভর করে ব্যাপকভাবে পরিবর্তিত হয়। বুর্জোয়াভাবে বিবাহিত অথবা স্বাচ্ছন্দ্যে লালিতপালিত, পুরুষের দ্বারা সাহায্যপ্রাপ্ত যে-মহিলার অর্থ এবং যোগাযোগ আছে, তিনি খুবই সুবিধাপ্রাপ্ত। প্রথমত, ‘থেরাপিউটিক’ গর্ভপাতের অনুমতি অন্যদের চেয়ে অনেক সহজেই তিনি পেয়ে থাকেন। প্রয়োজন হলে, সুইজারল্যান্ডে যাওয়ার খরচ বহনের ক্ষমতাও তাঁর আছে— যেখানে গর্ভপাতের বিষয়টি বেশ উদারতার সঙ্গেই গ্রহণ করা হয়। গাইনোকোলজির বর্তমান পরিস্থিতিতে, এটি একটি নির্বিষ অপারেশন যখন তা স্বাস্থ্যবিধির সমস্ত গ্যারান্টিসহ, প্রয়োজনে অ্যানেস্থেসিয়ার সংস্থানসহ, একজন বিশেষজ্ঞ চিকিৎসকের দ্বারা নির্বাহ হয়। সরকারি অনুমোদন পেতে ব্যর্থ হলে তিনি বে-সরকারি সাহায্য পেতে পারেন যা ততটাই নিরাপদ। অনেক ভালো ভালো জায়গা তাঁর জানা আছে। গর্ভাবস্থাকে আরও অগ্রসর হতে দেওয়ার আগেই সর্বাঙ্গীন যত্ন পাওয়ার জন্য যথেষ্ট অর্থ তাঁর আছে। সম্মানের সঙ্গেই তাঁর সঙ্গে ব্যবহার করা হবে। এইরকম সুবিধাপ্রাপ্তদের মধ্যে কেউ কেউ দাবি করেন যে, এই ছোটোখাটো দুর্ঘটনা স্বাস্থ্যের জন্য উপকারী এবং তা ত্বককে আরও জেল্লা দেয়। অন্যদিকে, চারপাশের লোক ক্ষমা করবে না এমন একটি ‘ভুল’-কে মুছে ফেলার জন্য একজন কপর্দকশূন্য, যুবতী মেয়ে যখন দেখেন যে তিনি একটি ‘অপরাধ’ করতে বাধ্য— তার চেয়ে সকরুণ মর্মপীড়ার ঘটনা খুব কমই আছে। মহিলা কর্মচারী, সেক্রেটারি, ছাত্রী, মহিলা শ্রমিক, কৃষাণী প্রমুখের মধ্যে এরকম ঘটনা ফ্রান্সে প্রতি বছর প্রায় ৩ লক্ষ ঘটে। অবৈধ মাতৃত্ব এখনও এমন একটি ভয়ানক খুঁত বা ত্রুটি যে অনেকেই অবিবাহিত অবস্থায় মাতৃত্বের চেয়ে আত্মহত্যা বা নবজাতক-হত্যা পছন্দ করেন : অর্থাৎ, কোনো শাস্তিই ‘সন্তানদের থেকে তাঁদের পরিত্রাণ পাওয়াকে’ থামাতে পারবে না। হাজার হাজার কপিতে পাওয়া যায় এরকম একটি তুচ্ছ ঘটনার কথা এবার উল্লেখ করা হচ্ছে যা ডাক্তার লিপম্যানের দ্বারা সংগৃহীত অনেক স্বীকারোক্তির মধ্যে একটির সঙ্গে সম্পর্কযুক্ত। ঘটনাটি ঘটেছে একজন জুতো প্রস্তুতকারক এবং একজন পরিচারিকার অবৈধ কন্যা-সন্তানের সঙ্গে। কন্যা-সন্তানটি বার্লিনের অধিবাসী : 

আমার থেকে দশ বছরের বড়ো একজন প্রতিবেশীর ছেলের সঙ্গে আমি পরিচিত হয়েছি ... তাঁর আদর-যত্ন আমার কাছে এতটাই নতুন যে, আমার বিশ্বাস নিজেকে আমি ছেড়ে দিয়েছিলাম। তবে, সেটা কিন্তু কোনো প্রকারেই ভালোবাসা ছিল না। যাই হোক, মহিলা বিষয়ক অনেক বই আমাকে পড়ার জন্য দিয়ে সবরকম উপায়েই তিনি আমার সঙ্গে শুরু করতে চাইতেন। অবশেষে, আমি তাঁকে উপহার হিসাবে দিই আমার কুমারীত্ব। দু-মাস অপেক্ষার পর স্পিউজের একটা নার্সারি স্কুলে যখন আমি শিক্ষয়িত্রীর চাকরি গ্রহণ করি, তখন আমি গর্ভবতী। আরও দু-মাস আমি বিন্দুমাত্র আমার ক্লাস নিতে পারিনি। আমার প্রলুব্ধকারী আমাকে লিখেছিলেন পেট্রোল আর কালো সাবান খেয়ে আমার দৈনন্দিন কাজকর্মে ফিরে যাওয়ার জন্য আবশ্যই যত্ন নেওয়া দরকার। যে-যন্ত্রণা আমি সহ্য করেছি, তা এখন আর আপনার কাছে বর্ণনা করতে পারবো না ... আমাকে একাই এই দুঃখের শেষ অবধি যেতে হয়েছিল। সন্তান হওয়ার ভয় আমাকে ভয়ংকর কাজ করতে বাধ্য করেছিল। তখনই আমি মানুষকে ঘৃণা করতে শিখি।  

একটি খাপছাড়া চিঠি থেকে পুরো ইতিহাস জানতে পেরে স্কুলের যাজক তাঁর উদ্দেশে একটি দীর্ঘ উপদেশ দেন। তিনি তখন যুবকটিকে ছেড়ে চলে যান। পরিবারের কুলাঙ্গারের মতো তাঁর সঙ্গে আচরণ করা হত :

এইভাবে আঠারো মাস আমি একটি সংস্কারমূলক-পুনর্বাসন কেন্দ্রে কাটাই।

তারপর তিনি একজন অধ্যাপকের গৃহে বাচ্চার আয়া হয়েছিলেন এবং সেখানে চার বছর ছিলেন।

সেই সময় এক ম্যাজিস্ট্রেটের সঙ্গে আমার পরিচয় হয়। সত্যিকারের ভালোবাসার মানুষ পেয়ে আমি খুশি ছিলাম। আমার ভালোবাসা সমেত আমি তাঁকে সর্বসব দিয়ে দিই। আমাদের সম্পর্কের পরিণতি-স্বরূপ আমার চব্বিশ বছর বয়সে আমি এক সুস্বাস্থ্যের অধিকারী শিশু-সন্তানের জন্ম দিই। আমার ছেলের এখন দশ বছর বয়স। গত সাড়ে নয় বছর ধরে আমি আমার সন্তানের বাবাকে দেখিনি ...  যেহেতু পঁচিশশো মার্ক আমার কাছে অপর্যাপ্ত মনে হয়েছিল আর তিনি যেহেতু সন্তানকে নিজের পদবি দেওয়ার বিষয়টি প্রত্যাখ্যান করেছিলেন এবং নিজের পিতৃত্বকে অস্বীকার করেছিলেন, ফলত আমাদের মধ্যে সব কিছুই শেষ হয়ে যায়। সেই থেকে আর কোনো পুরুষ আমার ভেতরে ইচ্ছা জাগায়নি।

প্রায়শই দেখা যায় যে, একজন প্রলুব্ধকারী পুরুষ নিজেই মহিলাকে রাজি করান সন্তান থেকে পরিত্রাণ পাওয়ার জন্য। অথবা, সেই মহিলাকে গর্ভবতী দেখেই প্রলুব্ধকারী পুরুষ ইতিমধ্যেই তাঁকে পরিত্যাগ করেন, অথবা সেই মহিলা আভিজাত্যের সঙ্গে চান প্রলুব্ধকারী পুরুষের কাছ থেকে নিজের অসম্মান লুকিয়ে রাখতে, অথবা সেই প্রলুব্ধকারী পুরুষের কাছ থেকে তিনি কোনো সাহায্যই পান না। মাঝেসাঝেই দেখা যায় যে, কোনোরূপ অনুশোচনা ছাড়াই যে তিনি সন্তানকে পরিত্যাগ করতে পারেন--তেমনটা নয়। এর কারণ, হয় গর্ভপাত করানোর সিদ্ধান্ত তিনি অবিলম্বে নিতে পারেননি, অথবা যে-সব জায়গায় গর্ভপাত করানো হয় সেই সব জায়গার কোনো ঠিকানাই তাঁর জানা নেই, না-হয় খরচ করার মতো টাকা তাঁর হাতে নেই এবং অকার্যকর ওষুধ ব্যবহার করে তিনি সময় নষ্ট করে ফেলেছেন। গর্ভাবস্থার তৃতীয়, চতুর্থ বা পঞ্চম মাসে এসে পৌঁছে তিনি সন্তানের থেকে মুক্তি পাওয়ার উদ্যোগ নেন। ফলত, প্রথম কয়েক সপ্তাহের তুলনায় গর্ভপাত তখন আরও বহু বহু গুণে বিপজ্জনক, বেদনাদায়ক এবং আপসের হবে।

১। উৎস-গ্রন্থ : Jeunesse et Sexualité

২। আগেকার দিনে, মূলত জার্মানিতে ব্যবহৃত মুদ্রার একটি একক।

লেখক : অধ্যাপক, প্রাবন্ধিক

ছবি : সংগৃহীত

0 Comments

Post Comment